বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ ইতালির রেগিয়ে দে ক্যাসের্তা। ১৭৫২ সালে দক্ষিণ ইতালির এ স্থপনাটির নির্মাণকাজ শুরু করেছিলেন নেপালের রাজা চার্লস সপ্তম। তার তৃতীয় সন্তান কার্লো ১৭৮০ সালে এ প্রাসাদের নির্মাণকাজ শেষ করেছিলেন। এ প্রাসাদে রয়েছে ১২শ' রুম ও ২৪টির মতো অ্যাপার্টমেন্ট, থিয়েটার, লাইব্রেরি, সভা করার বিশেষ কক্ষ, গোসল ও রান্নার জন্য আলাদা ভবন, অতিথিশালাসহ অনেক কিছু।
১৮শ' শতকে সমগ্র ইউরোপে এটাই ছিল সবচেয়ে বড় ভবন। ১৯৯৭ সালে ক্যাসের্তা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়। কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দেখভালের অভাবে ধ্বংস হতে বসেছে প্রাসাদটি। শুধু তা-ই নয়, সরকারি তত্ত্বাবধানে না থাকায় রীতিমতো লুটপাট চলে সেখানে। প্রত্নতাত্তি্বক নিদর্শন হিসেবে এটাকে দেখভালের জন্য ইতালির সেনাবাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন সেখানকার মেয়র।
বর্তমানে হলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রের অংশবিশেষ এখানে ধারণ করা হয়েছে। এর মধ্যে 'মিশন ইম্পসিবল থ্রি' ও 'স্টার ওয়ার' এর মতো জনপ্রিয় চলচ্চিত্রও রয়েছে। এসব চলচ্চিত্র থেকে প্রাপ্ত আয়ের অংশ দিয়ে এটার সংস্কার করা হচ্ছে।
Home